As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7087

শিরক-বিদআত

প্রকাশকাল: 19 Oct 2024

প্রশ্ন

ঘরের দরজার সামনে নিমপাতার ডাল বেঁধে রাখা কি শিরক?

উত্তর

কী উদ্দেশ্যে বেঁধে রেখেছেন সেটা বিবেচ্য। যদি মশা-মাছির উপদ্রপ কম হওয়ার জন্য বেঁধে রাখেন তাহলে সেটা শিরক নয়। এটা করতে সমস্যা নেই। আর যদি এর মাধ্যমে কোন অদৃশ্য কল্যানের আশা করেন, যেমন এটা করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, এমন মনে করেন তাহলে শিরক হবে।