As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7080

আদব আখলাক

প্রকাশকাল: 9 Oct 2024

প্রশ্ন

কারো সালামের উত্তর দেবার পর তিনি যদি না শোনেন, তাহলে মাথা নাড়িয়ে কি সেটা বোঝানো যাবে? বা সালামের উত্তর যদি সাথে সাথে না দেয়া যায়, তাহলেও কি এমন করা যাবে? এবং নারীরা কি গাইরে মাহরাম পুরুষদের সালাম দিতে পারেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব মুখে দিতে হবে। মাথা নাড়ানোর কথা হাদীসে নেই। না শুনলেও সমস্যা নেই। উত্তর সাথে সাথে না দিতে পারলে পরে দিবেন, হাদীসে এমন পাওয়া যায়। মাথা নাড়ানো সুন্নত নয়। তবে মাথা নাড়ালে গুনাহ হয়ে যাবে এরকম নয়। নারীরা যদি কোন প্রয়োজনে গায়রে মাহরাম কারো সাথে কথা বলে তাহলে কথার শুরুতে সালাম দিয়ে কথা শুরু করতে পারে।