As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 708

রোজা

প্রকাশকাল: 7 Jan 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ইসলামি ফাউন্ডেশন এর সময়সূচীতে ৩ মিনিট পরে ইফতার এর টাইম দেয়া আছে । আমরা কখন ইফতার করবো? জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনি যদি নিশ্চিত হনি তিন মিনিট আগেই ইফতারর সময় হয়ে গেছে সেক্ষেত্রে তিন মিনিট আগেই করতে পারেন। তবে সংক্ষগরিষ্ট মানুষের সাথে থাকাই নিরাপদ।