আসসালামু আলাইকুম।
গত ১৮ তারিখে আল্লাহ তায়ালা আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। আজ আমি একটি ছাগল কুরবানি দিতে চেয়েছি কিন্তু আমার বাবা বলেন যে “তিনি আমার নামে কোনো আকিকা দেন নি। তাই আমি আমার সন্তানের আকিকা করলে তা হবে না”। এই মাসয়ালা কি ঠিক? আর আকিকার বিস্তারিত বললে আরও উপকৃত হব