As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7062

হালাল হারাম

প্রকাশকাল: 24 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যারা প্রবাসে সুপার মলে কাজ করেন বা বিভিন্ন দোকানে। দেখা গেছে ঐসব দোকানে বিভিন্ন হারাম জিনিস আছে উদাহরণ সরূপ : সিগারেট, বা বিভিন্ন ইহুদি পন্য…

যা প্রবাসীরা বিক্রি করতেছেন। তাহলে কি তাদের এই উপার্জনটা হালাল হবে ।

যেমন সাউথ আফ্রিকায় যারা দোকানে কাজ করে থাকেন তাদের মালিকের দোকানে অনেক ইসলামে নিষিদ্ধ পন্য থাকতে পারে যা হারাম জানা স্বত্তেও কর্মচারী বলে বিক্রি করতে হচ্ছে। প্লিজ একটু জানাবেন এই উপার্জন টা কি হালাল হবে যেহেতু একজন প্রবাসী নিজের দোকান অন্যের দোকানের কর্মচারী ইচ্ছে থাকা স্বত্তেও বয়কট করা যাচ্ছে না। সে ক্ষেত্রে একজন প্রবাসীর করনীয় কি??

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামে নিষিদ্ধ এমন পণ্য বিক্রি করা জায়েজ নয়। কর্মচারী হয়েও সে পণ্য বিক্রি করা যাবে না, মালিক হয়েও না। সুতরাং এমন কাজ খুঁজতে হবে যেখানে এই হারাম পণ্য বিক্রি করতে হয় না। দুনিয়াতে রিযিকের ব্যবস্থা আল্লাহ করবেন, এই বিশ্বাস রেখে সকল হারাম থেকে বিরত হতে হবে। যারা এই কাজে যুক্ত আছেন দ্রুত তাদেরকে সরে আসতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।