As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7061

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শাইখ। কাপড় প্রথমে পুকুরের পানিতে একবার চুবিয়ে নিই। তারপর শাবান পাউডার মিশিয়ে কিছুক্ষণ ঘষি। তারপর পানিতে ফেলে কিছুক্ষণ ঘষে শাবান পাউডার দূর করি।তারপর তিনবার পানিতে চুবিয়ে তিনবার ভালো করে মুচড়িয়ে পানি ফেলে দেই। এভাবে ধৌত করার পরও পেশাবের গন্ধ থেকে যায়। তিনবার ধোয়া মানে কি তিনবার শাবান পাউডার মিশিয়ে ধৌত করতে হবে নাকি আমি যেভাবে ধৌত করি সেভাবে ধৌত করলে হবে?দয়া করে জানাবেন। আল্লাহ আপনার ভালো করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনবার ধোয়া মানে পবিত্র পানি দিয়ে ধোয়া। পবিত্র করার জন্য সাবান দিয়ে ধৌত করা আবশ্যক নয়। আপনি যেভাবে পবিত্র করার জন্য যেভাবে শক্তি ও অর্থ ব্যয় করছেন, এত কিছুর দরকার নেই। পবিত্র পানি দ্বারা হাত দিয়ে তিনবার ভাল করে ধুয়ে নিবেন।