As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7056

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 Sep 2024

প্রশ্ন

আবূ দাঊদ শরিফের একটি হাদীসে আছে  – স্ত্রীর অধিকারী হওয়া ছাড়া তালাক হয় না। হাদীসটি কি সহীহ বা গ্রহণযোগ্য?

উত্তর

জ্বী, হাদীসটি গ্রহনযোগ্য। হাদীসটিকে মুহাদ্দিসগণ হাসান বলেছেন। পূর্ণ হাদীসটি হলো عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ طَلاَقَ إِلاَّ فِيمَا تَمْلِكُ وَلاَ عِتْقَ إِلاَّ فِيمَا تَمْلِكُ وَلاَ بَيْعَ إِلاَّ فِيمَا تَمْلِكُ ‏”‏ ‏.‏ زَادَ ابْنُ الصَّبَّاحِ ‏”‏ وَلاَ وَفَاءَ نَذْرٍ إِلاَّ فِيمَا تَمْلِكُ ‏”‏ ‏.‏ আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা হতে তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ স্ত্রীর অধিকারী হওয়া ব্যতীত তালাক হয় না। কোন দাস-দাসীর মালিক হওয়া ব্যতীত তাদের আযাদ করা যায় না। আর কোন জিনিস-পত্রের মালিক হওয়া ছাড়া উহা বিক্রি করা যায় না। রাবী ইবন আল্ সাব্বাহ অতিরিক্ত বর্ণনা করেন, কোন মালিক হওয়া ব্যতীত উহার মান্নত করা যায় না। সুনানু আবু দাউদ, হাদীস নং ২১৮৮।