একটা বাচ্চা মেয়ের নাকে পলিপাসের সমস্যা। ওর বয়স কম, তাই অপারেশন করা যাচ্ছে না।এখন ওর আম্মা একজনের কাছ থেকে একটা তাবিজ নিয়েছে; ওর নাকে যেন ব্যাথা না করে, তাই। যার কাছ থেকে নিয়েছে, সে বলেছে তাবিজটা প্রত্যেক বৃহস্পতিবার পরতে। ও অবশ্য সবসময়ই হাতে সেটা দিয়ে রাখে। এতে কি শিরক হচ্ছে?