বাবা-মা মারা গেছেন। তাদের হক নষ্ট করে ফেলেছি।এখন খুবই অনুতপ্ত। অনেকেই বলেন বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। আমার প্রশ্ন যার কাছে মাফ চাইতে হবে তিনি বেঁচে না থাকলে তো আর মাফ চাওয়া সম্ভব না,তখনও কি এটা তওবার শর্ত।সেক্ষেত্রে তো হক নষ্টের ক্ষেত্রে তওবার একটা শর্ত পূরণ হচ্ছে না। তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তওবা কবুল করবেন?