আস-সালামু আলাইকুম। আমাদের পরিবারে আমরা ২ ভাই বোন , আমার বোন ২০১৮ সালে একজনের সাথে আমাদের পরিবারের অমতে বিয়ে করে। এর পর আমার আব্বা ২০১৮ এর শেষ দিকে স্ট্রোক করেন । আমার বাবা-মা এবং আমি নিজে অনেক বার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমার বোন আমাদের কে বিভিন্নভাবে অপমান করে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না বলে । আমার বাবা এর এই দীর্ঘ ৬ বছর প্যারালাইজড অবস্থা হাওয়া অবস্থাতেও সে কোনো খোঁজ নেই না এবং আমার বাবা তাকে বিভিন্ন ভাবে যোগাযোগ করলে তাকে অপমান করে । এই পরিস্থিতিতে আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে চাচ্ছেন এবং আমি তাদের কে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তিনি বলেছেন যে তাদের বিষয় সম্পত্তি আমি যদি না নেই এখন তিনি আমার কাছেও থাকবেন না। এখন আমার বাবা বিছানায় গত ৬ বছর ধরে অনেক অপেক্ষা করেছেন এই অবস্থায় আমার করণীয় কি? বিষয় টা নিয়ে অনুগ্রপূর্বক জানালে খুব উপকৃত হতাম। আমার বাবা এই সপ্তাহের মধ্যে তার সমস্ত জমি আমাকে দলিল করে দিতে চাচ্ছেন।