As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7046

সালাত

প্রকাশকাল: 12 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।  আমি একটা বাড়িতে ভাড়া থাকি, ওই বাড়ির দারোয়ান ফজরের সময় ঘুমিয়ে থাকে, আমি তাকে প্রতিদিন ঘুম থেকে তুলে দেই গেট খোলার জন্য, যাতে আমি নামায পড়তে মসজিতে যেতে পারি। এতে করে আমি কি তার ওপর কোন অবিচার করলাম??

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে কোন অন্যায় হবে না। ঐ দারোয়ানের কাজই তো হলে গেট খুলে দেয়া। সুতরাং এখানে অন্যায়-অপরাধের কিছু নেই।