As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7043

গুনাহ

প্রকাশকাল: 9 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন ছাত্র আমার ছোটখাটো পরিবহন ছিলো, আমি একদিনের জন্য শয়তনের ধোঁকা পরে যিনা/ব্যভিচারে লিপ্ত হই। এরপরেই আমার রিজিক অর্থ্যাৎ ব্যবসায় লস খাই। ব্যবসা বন্ধ হয়ে যায়। এটা প্রায় ২ বছর আগের ঘটনা, আমি এখনো অবিবাহিত। আমার আল্লাহ কাছে ক্ষমা চাওয়া কোন পথ আছে? আর আমার বিয়ের ব্যপারে বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানুষের গুনাহ, ভুল-ত্রুটি হলে আল্লাহ তায়ালার কাছে তওবা করলে গুনাহ তিনি ক্ষমা করে দেন। কৃত পাপের জন্য লজ্জিত হয়ে ভবিষ্যতে উক্ত পাপ না করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে ক্ষমা চাওয়ার নাম তওবা। তওবা করেন, অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।