As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7041

পোশাক-পর্দা

প্রকাশকাল: 9 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,  আমি একটি পাব্লিক বিশ্ববিদ্যালয় পড়ি।  আমি সময়মতো নামাজ আদায় করা ও পরিপূর্ণ পরদা করার জন্য চাকরি করতে চাইনা।  কিন্তু আমার বাবা এটা মানবে না কোন অবস্থাতেই।    এক্ষেত্রে আমি কি করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা ধর্মীয় জ্ঞানশূণ্য থাকার কারণে এই সমস্যা এখন অনেক পরিবারে। কোন মেয়ের জন্য উপার্জন করা ইসলাম ধর্মে আবশ্যক তো নয়ই, স্বামী যদি অনুমতি না দেন তাহলে কোন চাকুরিও করা যাবে না। আপনি আপনার কথা যথাসাধ্য আপনার পিতা-মাতাকে বুঝানোর চেষ্টা করবেন। আপনাদের স্থানীয় কোন আলেমকে দিয়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করুন। যদি বাধ্য হয়ে চাকুরীর পরীক্ষা দিতেই হয় তাহলে এমন কৌশল অবলম্বন করুন যেন, চাকুরী করার প্রয়োজনীয় যোগ্যতা তারা আপনার মাঝে খুঁজে না পান।সকল সমস্যায় সর্বদা আল্লাহ তায়ালার কাছে দুআ করবেন।