একটা মেয়ে পর্দা করে ভার্সিটিতে,সে নিজের ছবি ফেসবুকে আপলোড করেনা কিন্তু পর্দা করেই তার বন্ধুদের সাথে পিক তুলে এবং তার বন্ধুরা তার পর্দা করা ছবি তাদের ফেসবুকে বা মাই ডে তে দেয় মানে সে সহ তাদের গ্রুপ ছবি। এখানে মেয়ে তাদেরকে কিছু বলেনা ইভেন সেই মেয়ে লাভ বা কেয়ার রিয়েক্ট করে।এবং তার অনেক ছেলে বন্ধুদের মোবাইলে তার পর্দা করা ছবিই থেকে যায়। আমার প্রশ্ন হলো যে এভাবে পর্দা করে পিক তুলে বন্ধুরা আপলোড করে এক্ষেত্রে ইসলামের হুকুম কি এবং পর্দা করা পিক তার ছেলে বন্ধুদের মোবাইলে থাকার ইসলামের বিধান কি? মেয়ে মুটামুটি পরিপূর্ণ পর্দাই করে।দয়া করে উত্তরটা জানাবেন আশা করি।