As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7037

জায়েয

প্রকাশকাল: 24 Aug 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জনাব, আমার বাবা একটি প্রতিষ্ঠানে উপ-প্রধানের চাকুরী করেন, সেই প্রতিষ্ঠানে একটি পদের জন্য দুই জন লোক বেসরকারিভাবে নিয়োগ দেওয়া হবে, আমার বাবা ওই প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডির কাছে অনুরোধ করেছেন সেই পদের একটিতে আমাকে নিয়োগ দেবার জন্য। সকলে এই বিষয়ে সম্মতি জানিয়েছে। উক্ত পদটি নতুন সৃষ্ট পদ, যা সরাসরি প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডি নিয়োগ দেবেন। আমার প্রশ্ন হল- আমি যদি উক্ত চাকরিতে যোগদান করি তবে কি তা ইসলামিক দৃষ্টিকোন থেকে জায়েয হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে নীতিমালা ভিত্তিতে তাদের নিয়োগ দেয়ার নিয়ম সেই নীতিমালা লংঘন না হলে আপনার চাকুরী করতে সমস্যা নই। তবে যদি প্রভাব খাঁটিয়ে নিয়ম লংঘন করে নিয়োগ দেন তাহলে এই চাকুরী করবেন না।