আস-সালামু আলাইকুম।
১। আমি ক্লাস এইটে বৃত্তি পায় কিন্তু আমি পরীক্ষায় বিভিন্নক্ষেত্রে বন্ধুদের সাহায্য নিয়েছি দেখে লিখেছি বলে নিয়েছি। তখন আমার জ্ঞান কম ছিল পরে এ বিষয়ে অনুতপ্ত হয়ে তওবা করেছি। এখন বৃত্তির যে টাকা পেয়েছিলাম সেগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনেছি বই কিনেছি সাইকেল কিনেছি এখন এসব ব্যাবহার করা কি আমার জন্য জায়েজ হবে?
২। আমি কিছুদিন আগে একটি অনলাইনে কোর্স কিনি কিন্তু ক্লাস করতে গিয়ে দেখি শিক্ষক যে বইট দিয়ে পড়াচ্ছেন তা কপিরাইট অনুমতি বিহীন একটি কোচিং এর বইয়ের পিডিএফ থেকে পড়াচ্ছেন। কোর্স কেনার সময় এবিষয়ে জানতাম না। এখন আমার কি উক্ত ক্লাস করা জায়েজ হবে?