এক জনৈক হুজুর এর মাহফিল সম্পর্কে আমার বাবা বলেন যে তার মাহফিল এ একই বিষয় বার বার পুরাবৃত্তি হয় তাই শুনতে ভালো লাগে না। তখন আমার মা এই বিষয়ে কিছুটা ক্ষেপে গিয়ে বলেন, তিনি কোনো এক মাহফিল থেকে শুনেছেন, কেউ কোনো দোষ করলে তা সম্পর্কে বলা যাবে না। অর্থাৎ কেউ যদি খুনও করে তাও তাকে খুনি বলা যাবে না, হয়তো সে আল্লাহর কাছে তওবা করেছে, সেই যুক্তিতে যদিও ওই হুজুর একই কথা বার বার বলে বা কোনো খারাপ ফতওয়া দেয় তাও সেটা বলা যাবে না। আমি মাকে বুঝালাম যে একই কথা বার বার বলায় আমরা তাকে পাপি বলিনি, আমরা শুধু বললাম যে আমাদের এই কথা শুনতে ভালো লাগে না, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই কিন্তু আমার মা মানতে নারাজ। এখন আমার প্রশ্ন হলো –
১. কারো কোনো কাজ সম্পর্কেই কোনো মন্তব্য করা যাবে না নাকি কেউ তার কাজের জন্য জান্নাতি না জাহান্নামী সেই সম্পর্কে মন্তব্য করা যাবে না?
২. আমার মায়ের হুজুরের প্রতি এহেন বিশ্বাস কি কোনো শিরক এর পূর্বাভাষ?