As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7025

জাদু-টোনা

প্রকাশকাল: 13 Aug 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম হুজুর, আমাদের ঘরে অনেক বছর ধরে কাঠের জিনিস এ কিছু লেখা, কাপড় কাটা এমন পাওয়া যেত, তাই আমার পরিবার একজন হুজুর এর কাছে যায় এবং তিনি আমাদের নাম ও আমাদের মায়ের নাম নেন, আমার জানা মোতে এইটার কোনো সহীহ দলিল নেই এবং উনি আরো বলেন যে একটু কলম এ কুরআন পরে ফু দিয়ে পুরো বাড়িতে দাগ দিতে ৪০ দিন, এইটারও সঠিক দলিল আমার জানা নেই, তাই আপনি যদি কু্রআন বা হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেন এগুলা কি জায়েজ কিনা? ধন্যবাদ।

উত্তর

জ্বীন থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সা. বিভিন্ন দুআ শিখিয়েছেন। হাদীসে অনেক দুআ পাওয়া যায়। এসব দুআ পড়ে জ্বীন থেকে রক্ষা পাওয়া যায়, এটাই সুন্নাত। এছাড়াও জায়েজ কিছু আমল আছে বিস্তারিত জানতে “রাহে বেলায়াত“ বইটি পড়বেন। আপনি যা উল্লেখ করেছেন এগুলো থেকে বিরত থাকবেন।