As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 702

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Jan 2008

প্রশ্ন

কোন সুদী ব্যাংক এ চাকুরী করা কোন ব্যাক্তির মেয়েকে, কোন দ্বীন পালন করা ব্যাক্তির বিবাহ করলে শরীয়তের দিক থেকে কোন বিধিনিষেধ আছে কি? এখানে উল্লেখ্য মেয়ের বাবা মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে, উনার সামর্থ্য আছে ইনি হয়তো উনার মেয়ের জামাইকে কোন কিছু উপহার দিলেন। এগুলা বিবেচনা করে উত্তর দিবেন আশা করি।

উত্তর

দ্বীন পালনকারী ্ ব্যক্তির জন্য এমন বিবাহ বর্জন করা উচিত। কারণ যিনি ব্যাংকে চাকুরী করেন তার সব কিছুর ভিতরই সুদ ঢুকে যায়। তবে যদি শশ্বুরর সাথে কোন অর্থনৈতিক যোগাযোগ না থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই। তবে এটা কঠিন।