আমি পড়াশোনার জন্য বাইরে মেসে থাকি। বাইরে হোটেলে খেতে হয়। এখানে অধিকাংশ ই হিন্দু হোটেল, এমনকি আমার আশেপাশে কোনো মুসলিম হোটেল নেই। আর হোটেলে মাংস হালাল নই। আমি যদিও মাংস খাইনা কিন্তু তারা হইতো রান্নার সময় বা পরিবেশনের সময় এক ই হাতা খুন্তি ব্যাবহার করে। মাংসের ঝোল মিশে যাওয়ার সম্ভবনা থাকে। আমি দেখতে পেলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় সম্ভব হয়না। আমি শুনেছি হারাম খেলে নাকি নামাজ কবুল হয় না। আমার কি তবে গুনাহ হয়েছে আর এক্ষেত্রে কি করনিয় একটু বলবেন।