দেখুন, একটি হাদিসে আছে যে, মুখোমণ্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয়। সুতরাং মুখোমণ্ডল ঢেকে সালাত আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। অতএব মাফলার বা চাদর দিয়ে অনেকে নাক-মুখ ঢেকে অর্থাৎ পুরো মুখোমণ্ডল ঢেকে শুধু চোখ বের করে সালাত আদায় করেন; এটি উচিত নয়। করোনাকালে আমরা মাস্ক ব্যবহার করে সালাত আদায় করেছি এটি ছিল বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা। জীবনের ঝুঁকি থেকে মুক্ত থাকার আশায় আমরা এটি করেছি। কিন্তু শুধু শীতের কারণে মুখোমণ্ডল ঢেকে রাখা যৌক্তিক নয়। এভাবে সালাত মাকরুহ হবে। তবে সালাত আদায় হয়ে যাবে।