As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7013

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 Jul 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বিয়ের ৫ বছর হয়েছে, কিন্তু আল্লাহ তায়ালা আমাদের কোনো সন্তান দেন নি।

আমার স্বামী আমার অনেক চিকিৎসা করায়, তাতে কোনো লাভ হয় না।এখন আমার প্রশ্ন হচ্ছে আমার স্বামী মুখে কিছু বলে না কিন্তু তার আচরনে আমাকে সে বুঝায় সে আমার প্রতি বিরক্ত, আমি তাকে আরেকটি বিয়ে করার কথা বলেছি, সে তাতেও রাজি হচ্ছে না, আমি কি নিজ ইচ্ছায় তালাক নিতে পারবো? যাতে সে আরেকটি বিয়ে করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অনেক সময় স্বামীর সমস্যার কারণেও বাচ্চা হয় না। যদি স্বামীর পরীক্ষা না করা হয়ে থাকে পরীক্ষা করে  দেখতে হবে। তালাক চাওয়ার দরকার নেই। এটা তালাক চাওয়ার বা দেওয়ার কোন কারণ নয়। আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা সন্তান নাও দিতে পারেন। যদি আপনারই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি তাকে দ্বিতীয় বিবাহ করার কথা বলতে পারেন।