আস-সালামু আলাইকুম।
বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট করতে গেলে তাদের নিজস্ব নিয়ম ও নীতিমালার সাথে একমত হতে হয়। অনেক সময় আমরা সেগুলো পড়েও দেখিনা। না পরেই ঠিক চিন্হ দিয়ে দেই যে আমরা শর্তগুলোর সাথে একমত। আমার মনে অনেকদিন যাবৎ সন্দেহ হচ্ছে যে, অনেক ওয়েবসাইটে এমনও নিয়ম বা শর্ত থাকতে পারে যেসব নিয়ম ইসলাম সমর্থিত নয়। তারপরেও যে আমরা এভাবে শর্তগুলোর সাথে একমত বলে সম্মতি দিচ্ছি এমন করাটা কি ঠিক হচ্ছে? আর ইসলাম সমর্থিত নয় এমন শর্তে যদি শর্ত না পড়েই একমত দিয়ে দেই তাহলে গোনাহের সম্ভাবনা আছে কি? জাজাকাল্লাহ খাইরান।