As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6995

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Jul 2024

প্রশ্ন

বহু বছর পূর্বে কৈশোরে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিলাম। তখন না বুঝে একটি কাজ করে ফেলি। সেটা হলো সে আর এ ঠিক করি আমরা নিজে নিজে বিয়ে করবো। কিন্তু কারোরই বিয়ের নিয়ম  নিয়ে কোনো ধারণা ছিল না। একবার একটি রেস্তোরাঁয় দেখা করে ২ জন কবুল বলি। সে আমাকে বলেছিল তার দুই জন বন্ধু কে সে জানিয়েছে তারা নাকি সাক্ষী (কেউ উপস্থিত ছিলনা, আমি তাদের চিনতামও না) ব্যাপারটা একটা নিছক ছেলেমানুষী ছিল। পরবর্তীতে আমি ওই সম্পর্ক থেকে বের হয়ে আসি এবং পরে আমার ভুল বুঝতে পারি যে এটা হারাম ছিল। ওই ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই , শুনেছি তার বিয়ে হয়েছে। আমার বাসায়ও বিয়ের জন্য চেষ্টা চলছে, কিন্তু আমার অতীতের সেই ঘটনা মনে পড়েছে।

আমার প্রশ্ন হলো, এটা কি আসলে বিয়ে হয়েছে? কারণ আমি যতটুকু জানি বিয়ের জন্য সাক্ষী দরকার হয়, মেয়ের ওয়ালি থাকতে হয় যেগুলো কিছুই ছিল না। যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয়? আমি সেই ছেলের সাথে কোনো ভাবেই যোগাযোগ করতে চাই না, পূর্বের গুনাহ থেকে মুক্তি চাই।

উত্তর

সাক্ষী না থাকলে বিবাহ শুদ্ধ হয় না, সুতরাং বিবাহ হয় নি। ভবিষ্যতে এসব থেকে বিরত থাকবেন।