As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6994

আদব আখলাক

প্রকাশকাল: 2 Jul 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার মায়ের সাথে মাঝেমধ্যে একটু রাগারাগি করে ফেলি। উনাকে ভালো কিছু বললে উলটো বুঝেন এই জন্য,  মায়ের সাথে রাগারাগি করলে,পরে মাফ চেয়ে নিলে কি গোনাহ মাফ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনি যেভাবে বুঝেন তার সাথে কথা সেভাবে বলবেন। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তিনি রেগে যেতে পারেন এমন কোন কথা বলবেন না। কোনভাবেই খারপ ব্যবহার করবেন না। অতীতের জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন।