As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6992

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Jul 2024

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম,
আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করছিনা, কারণ সে আমার জন্মদাতা বাবা। কিছু শরয়ী পরামর্শ চাইছি। আমার বাবার বয়স ৬০ বছর, ছোটো বেলা থেকেই দেখেছি, মায়ের উপর শারিরীক- মানষিক নির্যাতন করতো, এখন আমরা বড় হয়েছি, আমার আলাদা সংসার হয়েছে। বিভিন্ন ছুটিতে বাড়িতে গেলে দেখি, বাবা এখনো মায়ের সাথে খারাপ আচরণ করে, এমনকি আমাদের সাথেও, আমার বাচ্চা, স্ত্রী, আমার দাদীর সাথেও। সামান্য তুচ্ছ বিষয় নিয়েও সে চোটপাট শুরু করে দেই, বকা ঝকা করে। আমার স্ত্রীও এমন বিষয় দেখে দেখে আর আমার গ্রামের বাড়িতে যেতে চাইনা, বাবার এমন আচরনে সে (স্ত্রী) আমার সাথে ঝামেলা করে। বাবার এমন আচরণে আমার করণীয় কি? কিভাবে ভারসাম্য রক্ষা করবো– স্ত্রীর সাথে এবং বাবার সাথে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাড়িতে এমন হলে তার প্রভাব আপনার বাচ্চাদের উপরও পড়বে। সুতরাং আপনার স্ত্রী যদি সেখানে না যেতে চান তাহলে চাপ দেওয়ার দরকার নেই। অনেক মানুষ এই ধরণের পরিবেশে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তাই সে যদি এড়িয়ে যেতে চায় তাহলে সে সুযোগ তাকে দিবেন। আপনি নিজে গ্রামে যাবেন। পিতা-মাতার আর্থিক প্রয়োজন থাকলে সাধ্যানুযায়ী সহযোগিতা করবেন। তাদের সাথে ভাল ব্যবহার করবেন। বাবাকে বুঝানোর চেষ্টা করবেন, যাদের কথা সে মান্য করে তাদের মাধ্যমেও বুঝানোর চেষ্টা করবেন। যদি আপনার আম্মার সাথে বেশী খারাপ আচরণ করে তাহলে আপনার কাছে আম্মাকে নিয়ে আসতে পারেন। সবকিছুর জন্য আল্লাহর কাছে দুআ করবেন।