আমি পরিবারের একমাত্র উপার্জন কারী। যাকাত পরিমাণ কোন সম্পদ আমার জমা নাই। কিন্তু আমার স্ত্রীর যাকাত পরিমাণ স্বর্ণ আছে। আমাদের কি ২ ভাগ কোরবানি করতে হবে, নাকি আমাদের পরিবারের পক্ষ থেকে ১ ভাগ কোরবানি করলে হবে? যদি ১ ভাগ করতে হয় সেটা কার পক্ষ থেকে করবো?
উত্তর
আপনার কাছে যদি যাকাত পরিমাণ সম্পদ তথা কুরবানী ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ না থাকে তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব নয়। সুতরাং আপনাকে কুরবানী ওয়াজিব নয়। আপনার স্ত্রীর উপর কুরবানীয় ওয়াজিব। তার পক্ষ থেকে কুরবানী দিতে হবে। কুরবানী আল্লাহর নামে মানুষের পক্ষ থেকে দিতে হয়।