আস-সালামু আলাইকুম। আমার শাশুড়ির কুরবানী ছাগল টিউমার হওয়াতে ছাগলটি বিক্রি করে ফেলে। ছাগলটি বিক্রি করার ফলে যে টাকা হয়েছে তাতে অন্য একটি ছাগল ক্রয় করে কুরবানী করা যাচ্ছে না। মানে ঐই টাকা দিয়ে ছাগল কিনলে ছাগলটি ছোট হয়ে যাচ্ছে । তাই আমার শাশুড়ি নিয়ত করেছে ঐই টাকা দিয়ে আরেকটি ছাগল ক্রয় করে আগামী এক বছর লালন পালন করে আগামী বছর কুরবানী দিবে। এতে কোনো সমস্যা হবে কিনা? অথবা এভাবে করা যাবে কিনা? যদি উত্তর প্রদান করতেন তাহলে খুবই উপকৃত হতাম।