As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6967

জায়েয

প্রকাশকাল: 2 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি নবম গ্রেডের দশ মাস হবে। আমার চাকুরী নিয়ে আমার বাবা মা খুবই খুশি। আমি বিয়ে করেছি তিন মাস এবং আমি আর আমার বউ আমার মা বাবা এর সাথেই থাকি। মেয়ের বাবা আর মা কে বিভিন্ন কারনে আম্র মা পছন্দ করেনাই। আমার বাবার তেমন কোন অভিযোগ নাই মেয়ে এর মা বাবা এর প্রতি। বিয়ে আমার পছন্দ করা মেয়ের। মেয়ে যখন নিজ বাসা গেসিল বিয়ে এর পরে তখন আম্র মা আমাদের বাসার সবাইকে অভিযোগ করেন মেয়ের মা খারাপ। আমাকে নাকি মেয়ের মা নিয়ন্ত্রণ করবে।আমার টাকা পয়সা সব নিয়ে নিবে। মেয়ের মা আমার মা এর সাথে যোগাযোগ করেনা। বিয়ে এর মধ্যেও মেয়ের মা আমার মা এর সাথে তেমন যোগাযোগ করেনি। যেদিন মেয়ে তার বাসা যায় সেদিন মেয়ের মা আমার সাথে যোগাযোগ করে তার মেয়ে কে একটু এক সপ্তাহের জন্য রেখে যেতে বলে।আমার মা এর অভিযোগ কেন মেয়ের মা আমার মা এর সাথে যোগাযোগ না করে আামার সাথে যোগাযোগ করে। আমি একটা দোটানায় পড়ে আছি।আসলেই কি আমার মা ঠিক যে মেয়ের মা আমাকে নিয়ন্ত্রণ করবে ? আমার কি করা উচিত ইসলাম এর দৃষ্টিতে। এসব কারণে আমার সাথে আমার মা এর ঝগড়া বিবাদ হচ্ছে। আমার বউ এর সাথেও কথা কাটাকাটি হচ্ছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যা লিখেছেন তা পড়ে মনে হচ্ছে আপনার মায়ের মধ্যে সমস্যা আছে। সে ছেলের বউয়ের উপর অতিরিক্ত খবরদারী করতে চাই। যেমনটি এদেশের অধিকাংশ শ্বাশুড়িরা করতে চাই। মেয়ের মা আপনার মায়ের সাথে এতো কিসের যোগাযোগ করবে? মেয়ের মা যদি মেয়েকে নিজের কাছে কিছু দিন রাখতে চায় তাহলে আপনাকে বললেই হবে, আপনার মাকে বলার দরকার নেই। মেয়ের মা যোগাযোগ না করে সঠিক কাজই করেছে। সংসারে মহিলারা কর্তৃত্বশীল হলে শান্তি থাকে না। বিয়ের যোগাযোগ করবে পুরুষরা, মহিলারা নয়। আপনার স্ত্রীকে বলবেন, সে যেন আপনার মায়ের অযাচিত কথার কোন উত্তর না দেয়, ঝগড়া-ঝাটি না করে, চুপ থাকে। আপনি চুপ থাকবেন, বিতর্কে যাবেন না। আপনি প্রত্যেককে তার প্রাপ্য দিবেন। টাকা-পয়সার নিয়ন্ত্রন নিজের হাতে রাখবেন।