আস-সালামু আলাইকুম হযরত। আমি এবার ঢাকার একটি এজেন্সির মাধ্যমে হজ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এজেন্সি আমাদের কে হজ্বের জন্য কিছু ব্যাগ, পানির বোতল, ছাতা দিয়েছেন। কিন্তু ব্যাগ, পানির বোতল, ছাতার মধ্যে একটি সুদভিত্তিক ব্যাংকের নাম এবং লোগো লাগানো আছে। যেহেতু এটি সুদী ব্যাংক, তাই এই ব্যাংকের নাম, লোগো লাগানো জিনিস ব্যবহার করা যায়েজ হবে কিনা তা জানতে চাইছিলাম।