As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6966

হজ্জ

প্রকাশকাল: 2 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম হযরত। আমি এবার ঢাকার একটি এজেন্সির মাধ্যমে হজ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এজেন্সি আমাদের কে হজ্বের জন্য কিছু ব্যাগ, পানির বোতল, ছাতা দিয়েছেন। কিন্তু ব্যাগ, পানির বোতল, ছাতার মধ্যে একটি সুদভিত্তিক ব্যাংকের নাম এবং লোগো লাগানো আছে। যেহেতু এটি সুদী ব্যাংক, তাই এই ব্যাংকের নাম, লোগো লাগানো জিনিস ব্যবহার করা যায়েজ হবে কিনা তা জানতে চাইছিলাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু সুদভিত্তিক ব্যাংক কর্তৃক দেয়া হয়েছে সুতরাং এটা সুদের টাকা দিয়েই দেয়া হয়েছে। এর মাধ্যমে সুদভিত্তিক ব্যাকটির প্রচার-প্রসারও হচ্ছে। তাই এগুলো ব্যবহার  থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। হজ্বের মত এমন মহান ইবাদতের ক্ষেত্রে এই ধরণের প্রতিষ্ঠান থেকে এগুলো সেই হজ্জা এজেন্সি কেন নিলো  তা বোধগম্য নয়।