As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6965

জায়েয

প্রকাশকাল: 2 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ইসলামে কি ধর্ম ভাই, বা ধর্ম বোন বলেতে কিছু আছে?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ইসলামে ধর্ম ভাই বা বোন বলতে কিছু নেই। পর্দাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য এটা একটি শয়তানী চক্রান্ত। ধর্ম ভাই বোনের নামে প্রচুর পরিমাণে বেহায়াপনা, ব্যাভিচার সমাজে ছড়িয়েছে, ছড়াচ্ছে। সুতরাং এই শয়তানী কাজ থেকে বিরত থাকতে হবে।