As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6956

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 May 2024

প্রশ্ন

আমার বয়স ৬৯ বৎসর। কুরআন তেলাওয়াত অবস্থায় হদস হলে কি করনীয়? মনে করুন একটি বড় আয়াতের মাঝখানে অজু চলে গেল, তখন কি করব?

উত্তর

ওযু বিহীন অবস্থায় কুরআন তেলাওয়াত করতে সমস্যা নেই। সুতরাং আয়াত শেষ করবেন। তারপর ওযু করতে পারেন। তবে ওযু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে না।