As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6937

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 May 2024

প্রশ্ন

যদি ফজরের সময় ঘুম না ভাঙ্গে  এবং অজু শেষ করে দেখা যায় সূর্য উঠতে শুরু করেছে তাহলে কখন ফজর পড়বো?

উত্তর

ওয় আলাইকুমুস সালাম। বিষয়টি নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। একবার ঘুম থেকে উঠতে দেরী হওয়ার কারণে রাসূলুল্লাহ সা. নিষিদ্ধ সময় পার হওয়ার ফজরের নামায আদায় করেছিলেন। এই কারণে হানাফী মাজহাবের আলেমগণ বলেছেন, নিষিদ্ধ সময় পার হওয়ার পর ফজরের নামায পড়বে। অনেক ফকীহ ঘুম থেকে উঠেই নামায পড়তে বলেছেন। এটাও হাদীসে আছে।