As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6935

হালাল হারাম

প্রকাশকাল: 13 May 2024

প্রশ্ন

আমি কি নিজের নামে ইসলামি ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে অন্যকে দিতে পারবো? সে লোন এর সব টাকা পরিশোধ করবে।

উত্তর

না, নিজের নামে বা অন্য কারো নামে কোন ব্যাংক থেকে কোন লোন নিতে পারবেন না। লোন নিলে সেটা সুদ হিসেবে গণ্য, যে ব্যাংক থেকেই নেন।