আসসালামু-আলাইকুম, বিয়ে উপলক্ষে যদি বারিতে ১ দিন এর জন্য lighting (আলোকবাতি) করা হয় এটা জায়েজ হবে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আমাদের সব সময় সুন্নত অনুসন্ধান করা উচিত জায়েজ নয়। বিয়ে উপলক্ষে আলোকসজ্জা করা সুন্নাততো নয়ই বরং বিজাতীয় সংস্কৃতির অনুসরন। এসব বর্জন করুন।