আস-সালামু আলাইকুম,
আমি বালতিতে পানি ভরে ফরজ গোসল করি। ওজু করি, পরে গোসল করি কিন্তু বালতির পানি ওজূ করার সময় বালতিতে থাকে না, হাতে পানি নিই, বাইরে ফেলে দিই। যেমন প্রথমে বালতি ভরলাম ওজু করলাম গোসল করলাম এতে কোন সমস্যা হবে কি?
শুনলাম ওজু করা পানি দিয়ে আবার পবিত্রতা অর্জন করা যায় না, এটা কি ২য় বার পবিত্রতা বোঝাচ্ছে? একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম।