As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6919

হালাল হারাম

প্রকাশকাল: 5 May 2024

প্রশ্ন

আসসালামু অলাইকুম,, আমি একজন বিধবা। আমার ১১মাসের একটা বাচ্চা আছে। আমার স্বামী মারা যাওয়ার পর অফিস থেকে কিছু টাকা পেয়েছি। এই টাকা যদি আমি আমার আত্নীয়কে ব্যবসা করার জন্য দিয়ে থাকি এবং সে যদি ব্যবসায় যা লাভ হয় সেখান থেকে প্রতি মাসে আমাকে কিছু টাকা দেয়। ঐ টাকা দিয়ে আমি আমার ও ছেলের খরচ চালালে হালাল হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হালাল হবে। এক্ষেত্রে আপনি ব্যবসার অংশিদার সাব্যস্ত হবেন।