আস-সালামু আলাইকুম
আমি একজন মেয়ে। আমি একটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে বি.ফার্ম সম্পন্ন করেছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। আমার বড় ভাইয়া একটু কম বুঝেন। বাবার প্রায় সব টাকা ভাইয়া তার ব্যবসায় খরচ করে ফেলেন। ভাইয়ার একটু সমস্যা থাকার জন্য ব্যবসায় শুধু লস হয়। এদিকে আমার বাবা, মা দুইজনই অসুস্থ। তাদের প্রতি মাসেই প্রায় ১০ হাজার টাকার ওষুধ লাগে। এই অবস্থায় আমার মা চান আমি যেনো চাকরি করে ভাইয়াকে কিছুটা সাপোর্ট করি। আমি একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করি। আমার মা আমাকে প্রাইভেট ভার্সিটিতে মাস্টার্স করাতে চান শুনে আমার একজন কলিগ বললেন, আমার পরিবারের যেহেতু আমাকে মাস্টার্স করানোর সামর্থ্য আছে, তাহলে আমার এখানে চাকরি করাটা জায়েজ হবে না। ইসলামে ইনকাম করার দায়িত্ব নাকি শুধু পুরুষের। এখানে আমার পুরুষ/মহিলা ডাক্তারের সাথে পুরুষ/মহিলা রুগী দেখতে হয়। এখানে কাজ করার নির্দিষ্ট পোষাক থাকায় আমি বোরখা/হিজাব পড়তে পারি না। জামার ওপর অ্যাপ্রন পড়ে মুখে মাস্ক দিয়ে কাজ করতে হয়। এখন আমার প্রশ্ন হলো,
১. এখানে চাকরি করা কি আমার জন্য জায়েজ হবে?
২. যদি জায়েজ না হয় তাহলে কি রকম পরিবেশে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ হবে?