আস-সালামু আলাইকুম, আমি সারারাত কাজ করি, দিনে আমার কাজ করতে সমস্যা হয়। আমাদের এখানে ফজরের সালাত সুর্য ওঠার ১০ মিনিট আগে শেষ হয়। ওয়াক্তের ১ ঘন্টা পর সালাত পড়া খুবই জঘন্য কাজ। আমি সালাত পড়ে এসে সকাল হয়ে যায়, এই অবস্থায় আমার ঘুমানো কঠিন হয়। আমি কি আওয়াল ওয়াক্তে ৪:১৫ দিকে সালাত বাড়িতে পড়তে পারব কিনা? আমার এতে ঘুমানো সহজ হয়, সবচেয়ে বড় কথা সালাত সঠিক টাইমে পড়া হয়। রাসুল ফজরের সালাত দ্রুত পড়তেন রাত থাকতেই আর আমরা পড়ি সকালে।