As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6916

সালাত

প্রকাশকাল: 4 May 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি সারারাত কাজ করি, দিনে আমার কাজ করতে সমস্যা হয়। আমাদের এখানে ফজরের সালাত সুর্য ওঠার ১০ মিনিট আগে শেষ হয়। ওয়াক্তের ১ ঘন্টা পর সালাত পড়া খুবই জঘন্য কাজ। আমি সালাত পড়ে এসে সকাল হয়ে যায়, এই অবস্থায় আমার ঘুমানো কঠিন হয়। আমি কি আওয়াল ওয়াক্তে ৪:১৫ দিকে সালাত বাড়িতে পড়তে পারব কিনা? আমার এতে ঘুমানো সহজ হয়, সবচেয়ে বড় কথা সালাত সঠিক টাইমে পড়া হয়। রাসুল ফজরের সালাত দ্রুত পড়তেন রাত থাকতেই আর আমরা পড়ি সকালে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ সালাত মসজিদে জামাতে আদায় করতে হবে। ঘুমানোর সুবিধার জন্য একাকী ফরজ সালাত পড়া নিন্দনীয় কাজ।  সালাতের সময় ঠিক রেখে ঘুম ও কাজকে সমন্বয় করতে হবে। রাতে কাজ করা আর দিনে ঘুমানো, ভাল অভ্যাস নয়। কুরআনে দিনে কাজ করতে আর রাতে ঘুমানোর জন্য বলা হয়েছে। রাসূল সা. রাতে ঘুমিয়েছেন আর দিনে কাজ করেছেন। সুতরাং আপনি দিনে কাজ আর রাতে ঘুমানোর অভ্যাস করুন, তাহলে ফজরের সালাত মসজিদে পড়তে আপনার কোন সমস্যা হবে না। ফজরের সালাত আরো সময় হাতে নিয়ে পড়া ভাল, তবে সেটা যেহেতু আপনার হাতে নেই, তাই মসজিদে যখন জামাত হয় তখনই আপনাকে মসজিদে পড়তে হবে। সূর্য উদিত হওয়ার ১০ মিনিট আগে সালাত শেষ হলে সালাত সঠিক সময়ে হয়েছে বলে গণ্য। সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের সময় থাকে।