As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 691

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 Dec 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ রুগী দেখতে গিয়ে যে দুয়া পড়ি (আস আলুল্লাহাল আজিম…আইয়াস্ফিয়াক), তা কি রুগীকে ধরে বা touch করে পরতে হয়? বা পড়ে রুগীর উপর কি দম করতে হয়? যদি আমি দুরের রুগীর শেফার জন্যে দূর থেকে পড়ি তবে কি ঠিক হবে? যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে শুধু সাত বার পড়ার কথা আছে। টাচ করা বা দম করার কথা নেই। তাই আমাদের শুধু পড়া্ই উচিৎ।