As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6909

বিবিধ

প্রকাশকাল: 30 Apr 2024

প্রশ্ন

উক্তি “পাপকে ঘৃণা কর, পাপীকে নয়”

১. আমি জেনেছি যে, আমর ইবনে হিসাম কে আবু জাহেল নামে ব্যঙ্গ করে ঘৃনা প্রকাশ করা হয়। যদি উপরোক্ত উক্তিটি সঠিক হয়ে থাকে তবে তো ব্যঙ্গ করা ঠিক মনে হচ্ছে না। আবার উপরোক্ত উক্তিটি ভুল হলে পাপ ও পাপী উভয়কেই ব্যঙ্গ করে ঘৃনা প্রকাশ করা ঠিক মনে হয়।

২. এছাড়াও কয়েকদিন আগে একজন ট্রান্সজেন্ডার আত্মহত্যা করেছে। সোস্যাল মিডিয়ায় অনেকে আলহামদুলিল্লাহ্‌ বলেছেন, আবার অনেকে আলহামদুলিল্লাহ্‌ বলাকে ঘৃনা করছেন। ট্রান্সজেন্ডার হওয়া ব্যক্তি পাপ করেছেন মর্মে অনেকেই বলছেন।

উপরোক্ত ১ ও ২ এ বর্ণিত ঘটনাগুলোর ক্ষেত্রে “পাপকে ঘৃণা কর, পাপীকে নয়” এ উক্তিটির সম্পর্কে কুরআন ও হাদিসের নির্দেশনা রেফারেন্সসহ জানালে আমার ধারনা স্পষ্ট হত।

উত্তর

“পাপকে ঘৃণা কর, পাপীকে নয়” এটা কুরআন-সুন্নাহর কোন কথা নয়। পাপের পাশাপাশি ক্ষেত্র বিশেষ পাপীকেউ ঘৃনা করতে হয়। নীচের হাদীসটি দেখুন: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الإِيمَانَ ‏”‏ ‏. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  “যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসল, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করল, আল্লাহর জন্য কাউকে দান করল এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকল, সে ব্যক্তি নিজ ঈমানকে পূর্ণতা দান করল।” সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৬০৭। সুতরাং প্রকাশ্য পাপাচারীকে, পাপে উদ্বুদ্ধকারীকে ঘৃনার চোখে দেখতে হবে। ট্রান্সজেন্ডারের মত ঘৃন্য পাপ যারা করে তাদেরকে বয়কট করতে হবে, সমাজের সামনে তাদেরকে নিকৃষ্টরূপে তুলে ধরতে হবে, যাতে করে এই মহাপাপে অন্য কেউ জড়িত হওয়ার সাহস না পায়।