আস-সালামু আলাইকুম,
আমার বয়স ২৫ বছর, আমি ছোট বেলা থেকে পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা এবং মায়ের স্বামী স্ত্রীর মত সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্ক নেই। কোনোদিন কিংবা কোনো একটা সময় দেখিনি যে তারা স্বাভাবিকভাবে কথা বলেছে, সব সময় ঝগড়া বিবাদ লেগেই আছে। উনারা দুইজনই বেশ শিক্ষিত এবং চাকুরীজীবি ছিলেন।
আমরা দুই ভাই বোন খুব অতিষ্ঠ এই বিষয়টা নিয়ে। বিশেষ করে যদি বলতে হয়, আমরা তাদের আচার আচরণ, চলা ফেরা এবং আমাদের প্রতি তাদের ব্যবহার নিয়ে খুব বিরক্ত। সন্তান হিসেবে আমরা অনেক সাফার করি। পড়াশোনার পরিবেশ পাই না। এতদিন স্বাভাবিক মনে হলেও দিন দিন এটা বাড়ছে।
আমার মা এর ব্যবহার এত বেশি খারাপ হচ্ছে যে , মনে হয় সে কষ্ট দিয়ে কথা না বললে আরাম পান না। আমার বাবা এবং মা এর কারণের পরিবারের বাহিরে কোনো আত্মীয় এর সাথে আমাদের মিলা মিশা নেই। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। কিন্তু, খুব অশান্তির মধ্য আছি আমরা, ঝগড়া মারামারী সবসময় লেগেই আছে। আমার ভাইয়ের চাকরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এগুলোর কারণে তার মানসিক অবস্থাও খারাপ।বাসায় আমাদের পড়াশোনা হয় না। ছোট ছোট বিষয় থেকে অনেক বড় কিছু হয়ে যায়।
যাদু টোনার কারণে কি এসব হতে পারে? যদি হয় তবে সমাধান কি?
কয়েকমাস আগে রাতে সুরা প্লে করে রাখা হচ্ছিল। যেটা নিয়ে আমার মা এর ঘোর বিরোধিতা আছে। এগুলোর কারণে আরও বেশি মনে হয়।।