আস-সালামু আলাইকুম, আমি একটা স্বায়ত্তশাসিত কম্পানিতে চাকরি করি। এখানে হেড অফিস থেকে একটা নোটিশ দিয়েছে যে, কেউ যদি ৮ ঘন্টা ডিউটির বাইরে ৪ ঘন্টা অতিরিক্ত ডিউটি করে তাহলে তাকে ফুড এন্ড কনভেন্স একটা ভাতা দেওয়া হবে ৪০০ টাকা। কিন্তু কেউই এই অতিরিক্ত চার ঘন্টা ডিউটি না করেই টাকাটা নিচ্ছে। মাঝে মাঝে প্ল্যান্টে জরুরী কাজ পরলে অতিরিক্ত ডিউটি করার প্রয়োজন পরে। আবার আমাদের অফিসের কোলোনীতে থাকতে হয় যাতে প্ল্যান্টের (অফিসের) কোনো জরুরী কাজে সাথে সাথে আসা যায়। এই ক্ষেত্রে আমাদের কারো ছুটি নিলে অফিসের এরিয়া ত্যাগ করলে স্টেশন লীভ একটা ফর্ম পূরন করে যেতে হয় সেক্ষেত্রে কোনো টাকা পাওয়া যায়না। অনেকে বলে স্টেশনে থাকা মানে ডিউটি করা যেহেতু অফিসের এলাকা ছারলে স্টেশন লীভ দিতে হয়। মানে এখানে ২৪ ঘন্টা অন্ কলে থাকতে হয় এবং যেকোনো সময় জরুরি দরকারে অফিস কাজ করতে হয় । এই ক্ষেত্রে কি টাকাটা নেওয়া হালাল হবে?