বর্তমানে যাকাত কি স্বর্ণের হিসাবে দিবো নাকি রুপার হিসাবে দিবো। যদি রুপার হিসাবে ধরি, তাহলে রুপার ভরি আনুমানিক ১৫০০ টাকা ধরে সাড়ে ৫২ তোলা/ ভরির বাজার মূল্য ৭৮৭৫০ টাকার মত আসে। এখন আমার প্রশ্ন হল, বর্তমান মুদ্রাস্ফীতির সময়ে এই পরিমাণ টাকা অনেক নিম্ন আয়ের মানুষ (ফকির, রিকশাওয়ালা) এর কাছেও আছে বলে আমার বিশ্বাস। তাহলে কি রুপার মুল্যে জাকাত হিসাব কি যুক্তিসংগত? শরয়ী দৃষ্টিকোণ থেকে কখন কোনটার বিধান হিসেবে জাকাত আদায় করতে হবে দয়া করে একটু বুঝিয়ে বলবেন।