আসসালামুয়ালাইকুম, ১. যদি বেতের নামাজে দুয়া কুনুত ভুলে না পড়া হয় তাহলে কী সাহু সিজদা দিতে হবে? সাহু সেজদা ছাড়া পরে থাকলে কি নামাজ আবার পরতে হবে না কি নামাজ হয়ে যাবে?
২. তারাবি নামাজ যদি এশার পর ৮ রাকাত এবং সেহেরীর আগে ৪,৬,৮ এবং ১ রাকাত বেতের নামাজ পড়া হয় তাহলে কি পুরোটা তারাবিহ হিসাবে গন্য হবে?