আস-সালামু আলাইকুম, রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে নাকি? আমি হাদিসটা জানতে চাই যদি হাদিস টা দেন উপকার হয়।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6887
হাদীস ও উসূলুল হাদীস
প্রকাশকাল: 6 Apr 2024
আস-সালামু আলাইকুম, রাফউল ইয়াদাইন না করার কথাও সরাসরি হাদীসে উল্লেখ আছে নাকি? আমি হাদিসটা জানতে চাই যদি হাদিস টা দেন উপকার হয়।
এ হাদীস বর্ণনার পর ইমাম তিরমিযী বলেছেন:
حديث ابن مسعود حديث حسن، وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم، والتابعين، وهو قول سفيان الثوري، وأهل الكوفة.
অর্থাৎ এ হাদীসটি হাসান। একাধিক আহলে ইলম সাহাবী ও তাবেয়ীনের বক্তব্য এ হাদীস অনুযায়ীই ছিল। এবং এটিই সুফিয়ান ছাওরী ও কূফাবাসীদের (কূফায় অবস্থানকারী সাহাবী, তাবেয়ী এবং তাদের ফকীহ-মুহাদ্দিস শাগরিদদের) বক্তব্য।’