As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6884

গুনাহ

প্রকাশকাল: 6 Apr 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ।  আমি  জানতে পারি যে, সূরা ইয়াসিন ৭ দিনে ৭ বার পরে সুতায় গিট দিয়ে অসুস্থ ব্যক্তির হাতে বেধে দিলে ভালো হয়। আমার বয়স তখন ছিল ১৫। ২০২১ সালে আমার নানি অসুস্থ হয়ে পড়ে, ডায়াবেটিস এর রোগী ছিলেন। তাই আমি ৭ দিনে ৭ বার পরে বেঁধে দেই। তখন আমি তাবিজ হারাম এটা জানতাম না। আর শায়েখ আমি না বুঝেই করেছিলাম। পরে আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়েছি ১,২ বছর। এখন আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কাজের জন্য আল্লাহ তায়ালার কাছে তওবা করবেন, ভবিষ্যতে  আর করবেন না। আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমা করে দিবেন। দুশ্চিন্তার করবেন না, ভবিষ্যতে এই ধরণের কাজ থেকে বিরত থাকবেন।