আস-সালামু আলাইকুম শায়েখ। আমি জানতে পারি যে, সূরা ইয়াসিন ৭ দিনে ৭ বার পরে সুতায় গিট দিয়ে অসুস্থ ব্যক্তির হাতে বেধে দিলে ভালো হয়। আমার বয়স তখন ছিল ১৫। ২০২১ সালে আমার নানি অসুস্থ হয়ে পড়ে, ডায়াবেটিস এর রোগী ছিলেন। তাই আমি ৭ দিনে ৭ বার পরে বেঁধে দেই। তখন আমি তাবিজ হারাম এটা জানতাম না। আর শায়েখ আমি না বুঝেই করেছিলাম। পরে আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়েছি ১,২ বছর। এখন আমার করণীয় কি?