As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6881

আখিরাত

প্রকাশকাল: 6 Apr 2024

প্রশ্ন

শুনেছি, হাশরের মাঠে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে একদল হলো যারা যুবককাল থেকে আল্লাহর ইবাদত করে।

যদি কোন যুবক কোন গুনাহ করে ফেলে এবং নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, এবং সে আল্লাহর ইবাদতে নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করে ও ধৈর্যশীল থাকে, তাহলে কি সে তার পূর্বের পাপের জন্য ঐ পুরস্কার থেকে বঞ্চিত হলো, নাকি তওবা করে ফিরে আসার ফলে সে ঔ পুরস্কারের হকদার?

উত্তর

তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে এই সযোগ লাভ হবে, আরশের ছায়ায় স্থান হবে।