আসসালামু আলাইকুম। হুজুর কেমন আসেন? আমি মালেশিয়া থাকি। এখানে অনেক মুসলিম ভাইদেরকে দেখি দাড়িয়ে প্রসাব করে ওদেরকে জিজ্ঞাসা করলে বলে দাড়িয়ে প্রসাব করা নাকি জায়েজ আছে, তাই হুজুর আমার প্রশ্ন হল দাড়িয়ে প্রসাব করা কি জায়েজ?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। দাঁড়িয়ে পেশাব করলে গুনাহ হবে না তবে কাজটা উচিত নয়। একটি হাদীসে আছে রাসূলুল্লাহ সা. একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। ্এছাড়া সকল হাদীসে বসে পেশাব করার কথা বলা হয়েছে। সাহাবীদের আমলও বসে পেশাব করা। একজন মুসলিমের উচিৎ রাসূলের এবং সাহাবীদের সন্নাতকে আকড়ে ধরা।